![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Freligion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsuperstition-20211108195755.jpg)
গর্ভবতীর সঙ্গে লোহা-রসুন-ম্যাচ রাখা কি জরুরি?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২১, ১৯:৫৭
নারী গর্ভবতী হলেই মানতে হয় অনেক নিয়ম। যুক্তিযুক্ত স্বাস্থ্য সম্মত নিয়ম কানুন তো মানতেই হবে। কিন্তু গর্ভবতী নিজের কিংবা গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার আশংকায় সঙ্গে ম্যাচ (দিয়াশলাই), রসুনের কোশ, লোহার টুকরা, তাগা (কালো রশি), গরুর হাঁড় ইত্যাদি রাখতে হয়। এগুলো রাখা কি বাধ্যতামূলক নাকি কুসংস্কার? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা কী?
দীর্ঘকাল থেকেই নানান কুসংস্কারের বেড়াজালে এখনও আটকে আছে ইসলামে বিশ্বাসী অনেক মুসলমান। গর্ভবর্তী নারী কিংবা প্রসূতি নারীর সঙ্গে এসব কিছু রাখা সম্পূর্ণ কুসংস্কার। এসবের সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্কও নেই।
- ট্যাগ:
- লাইফ
- গর্ভবতী
- গর্ভবতী নারী
- গর্ভবতী মা