আফগানিস্তানে সন্ত্রাসের মূল দায় যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে এবং হাজার হাজার মানুষের জীবনহানি করে শেষমেশ সবকিছু গুটিয়ে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের এই নিষ্ফল প্রত্যাবর্তনের পর অনেক পশ্চিমা বিশ্লেষক বলেছেন, ‘আমরা কিছুই অর্জন করতে পারিনি।’ কিন্তু তাঁদের এই কথা ভুল। তাঁদের বলা উচিত, ‘আফগানিস্তানের মাটি যাতে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর না হয়, সেই জন্য আমরা সেখানে অভিযান চালিয়েছিলাম। আমরা সে জায়গাটাকে যেভাবে পেয়েছিলাম, এখন তার চেয়ে অনেক খারাপ অবস্থায় রেখে এসেছি। অনেক নিকৃষ্ট অবস্থায় তাদের রেখে চলে এসেছি।’
গণহত্যা থেকে বেঁচে যাওয়া একজন মানুষ এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি বহুবার বলেছি, কোনো অন্যায় ও অবিচার বিশ্বের সবচেয়ে উদার ও সহিষ্ণু মুসলমানদের ওপর চাপিয়ে দিলে শেষ পর্যন্ত তারাও কট্টরপন্থী হয়ে উঠতে পারে। বহু বছর ধরে আমি আমার জাতি বসনিয়ানদের চরমপন্থী হওয়ার প্রবণতার ওপর পড়াশোনা ও গবেষণা করে আসছি।