চট্টগ্রামে পূজামণ্ডপে হামলায় যুব অধিকার ও বিএনপি-জামায়াত সম্পৃক্ত
চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। ১৩ অক্টোবর রাতে নগরীর হালিশহর এলাকায় শ্রমিক অধিকার পরিষদের নেতা মোক্তার হোসেনের বাসায় বৈঠক করে জেএমসেন হলে হামলার পরিকল্পনা করেন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরিকল্পনা অনুযায়ী ১৫ অক্টোবর জুমার নামাজের পর মুসল্লিদের কাজে লাগিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে জেএমসেন হলে হামলা চালান যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন। জেএমসেন হলে হামলার ঘটনায় রিমান্ডে থাকা আসামিরা এসব তথ্য দিয়েছেন বলে জানান ওসি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে