বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দামও বাড়তে পারে

ডেইলি স্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২১, ২০:৩৬

ডিজেল, কেরোসিন ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পর বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দামও বাড়ার সম্ভাবনা আছে। কারণ গত জুলাই থেকে বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের মূল্য অনুসরণ করে সরকার স্থানীয় পর্যায়ে তা সমন্বয় করতে চায়।


গত মাসে বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করার জন্য অর্থ মন্ত্রণালয় এবং জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন।


এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে দ্য ডেইলি স্টার জানতে পেরেছে যে, ওই বৈঠকে তারা বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। কারণ এই দাম বর্তমান পর্যায়ে রাখলে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে। যা হয়তো সরকার বহন করতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও