![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F07%2Fnusrat_faria_habibi_songs.jpg%3Fitok%3Dwe5j6gKH)
গানে গানে ‘হাবিবি’ খুঁজছেন নুসরাত ফারিয়া
এনটিভি
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২১, ১৭:২৫
‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর আজ রোববার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে মুক্তি পেয়েছে নতুন গান। এবারের গান পপ অ্যারাবিক ফিউশন ঘরানার; যার শিরোনাম ‘হাবিবি’।
নূর নবীর কথায় গানটির সুর-সংগীত করেছেন আবিদ কবির আর ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।