You have reached your daily news limit

Please log in to continue


অনির্বাচিত সরকার বলেই দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেই: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘অনির্বাচিত সরকার বলেই জনগণের দুর্ভোগ লাঘবে কিংবা বাজারের অগ্রিম মূল্য থেকে জনগণকে রক্ষায় সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করছে না।’  আজ রোববার গণফোরামের সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ড. কামাল এসব কথা বলেন।

ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ও লঞ্চ ধর্মঘট চলায় জনগণ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বাড়বে, পরিবহন খরচ বাড়বে, যার প্রভাব বাজারেও পড়বে এবং জনগণকে দুর্ভোগ পোহাতে হবে। এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন