ভালো নেই দোলনার কারিগররা
ষাটোর্ধ্ব স্বপ্না বেগম, কিশোরী বয়সেই স্বামীর সংসার শুরু করেন। ৫ মেয়ে ৩ ছেলে নিয়ে স্বপ্না এখন স্বামীহারা। সংসারের হাল ও সন্তানদের মুখে খাবার তুলে দিতে নিজে শুরু করেন সুতা, রং ও বাঁশ দিয়ে দোলনা, ছিকাসহ গৃহস্থলী নানা পণ্য তৈরির কাজ। আর এই দোলনাইতে স্বপ্ন বোনেন স্বপ্না।
শুধু স্বপ্না নয় তার মতো, এই দোলনাকে ঘিরে হাজারো স্বপ্ন দেখেন একই ইউনিয়নের ধনুন গ্রামের রেনু বেগম (৭৫), ফজিলা বেগম (৫০), বাগদী গ্রামের উর্মি বেগম (৩৫), লতিফা বেগম (৪০), গাড়ারিয়া গ্রামের শাহনাজ বেগম (৪৫) ও বিন্দান গ্রামের শাহানা আক্তার (৫৫)।