![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F5a0af601-bda3-4a11-99e2-3d1feef390cd%252F_DH0769_20211107_IMG_20211107_113839.jpg%3Frect%3D0%252C0%252C3360%252C1890%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
‘মাসে যাতায়াত ভাতা ২৫০, এক দিনে লাগছে ৫০০’
প্রথম আলো
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২১, ১৪:১৭
স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম থাকেন রাজধানীর মহাখালীতে। চাকরি করেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিবহন ধর্মঘটের কারণে তিনি ভীষণ দুর্ভোগে পড়েছেন। সকাল সাড়ে ৮টা থেকে দেড় ঘণ্টা মহাখালী বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও আমিনুল কোনো গণপরিবহনে উঠতে পারেননি।
সকাল ১০টার দিকে আমিনুল ইসলামের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। জানান, তিনি সদরঘাট যাবেন। সেখান থেকে নৌকা নিয়ে কেরানীগঞ্জের একটি গ্রামে যাবেন। কিন্তু পরিবহন পাচ্ছেন না। ওদিকে তাঁর সহকর্মীরা তাঁর জন্য অপেক্ষা করছেন। আমিনুলের চোখে-মুখে বিরক্তির ছাপ।