‘প্রশাসনের নিষ্ক্রিয়তায় ঘটছে সাম্প্রদায়িক হামলা’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২১, ২২:৩৭
অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটাকে বারবার বিপথে ঠেলে দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক হামলার সঙ্গে সরকারি দলসহ বিভিন্ন দল জড়িত। উদ্দেশ্য হচ্ছে, রাজনীতি এবং হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল ও লুটপাট। প্রশাসনে কারা বসে আছেন, তাদের মতলবটা কী আমরা বুঝি না। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ঘটছে সাম্প্রদায়িক হামলা। প্রশাসন যদি সক্রিয় থাকত, একটি সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনাও ঘটতে পারত না।
শনিবার (০৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ডিসি হিলের মুক্তাঙ্গনে দেশজুড়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলে বক্তারা। ‘সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।