![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F05%2Ffaijar.jpg%3Fitok%3DmndMYRLO%26timestamp%3D1636124464)
ফাইজারের তৈরি ট্যাবলেট মৃত্যু ঝুঁকি কমায় ৮৯ শতাংশ
ডেইলি স্টার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২১, ২১:৩৮
মার্কিন কোম্পানি ফাইজারের তৈরি করোনা চিকিত্সার একটি পরীক্ষামূলক ট্যাবলেট দুর্বল প্রাপ্তবয়স্কদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমিয়ে দেয়।
ট্যাবলেটটির ক্লিনিকাল ট্রায়ালে এই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে ফাইজার।
আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফাইজারের তৈরি 'প্যাক্সলোভিড' ট্যাবলেট গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে লক্ষণ দেখা দিলেই গ্রহণ করতে হবে।