![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Findia-20211105222437.jpg)
৩৯ বলে জিতে রানরেটও বাড়িয়ে নিলো ভারত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২১, ২২:২৪
বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নিতে হবে ভারতের। সেই কাজটা ঠিকঠাকভাবেই করছে বিরাট কোহলির দল।
আগের ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে নেট রানরেটে বড় লাফ দিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এবার স্কটল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।