আগে লক্ষ্যপূরণ, পরে বুস্টার ডোজের চিন্তা
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর গত ১৭ মার্চে টিকা নেন নওশাবা আলম। এরপর সময় মতো তিনি দ্বিতীয় ডোজ নিয়ে টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেন। এরপর ছয় মাস পেরিয়ে প্রায়, এখন তিনি ভাবছেন- তার শরীরে টিকার কার্যকারিতা রয়েছে কিনা, বুস্টার ডোজ নিতে হবে কিনা।
শুধু নওশাবা নয়, প্রথম দিকে যারা টিকা নিয়েছেন তাদের অনেকেই এমন সংশয়ে আছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও বুস্টার ডোজ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তাতে টিকাদান কর্মসূচিতে অসমতা আসবে। তারা বলছেন, লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ পূর্ণ না হওয়া পর্যন্ত বুস্টার ডোজের সিদ্ধান্ত নেওয়া যাবে না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে