![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Farif-1-20211104214759.jpg)
মাদকের টাকা নিতে গিয়ে সাবেক প্রেমিকার শাশুড়িকে খুন
হাতে টাকা না থাকায় সাবেক প্রেমিকার বাসায় মাদকের টাকা আনতে যান আরিফ গাজী (২০) নামে এক তরুণ। সেখানে গিয়ে প্রেমিকাকে না পেয়ে তার শাশুড়িকে খুন করে অলঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যান তিনি। খুন হওয়া নারীর নাম পান্না বেগম। নিহত পান্নার বড় ছেলের স্ত্রীর সাবেক প্রেমিক আরিফ গাজী।
রাজধানীর বংশালের সিদ্দিকবাজার এলাকায় গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি লালবাগের কোতোয়ালি জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে।