![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/04/pirojpur-up-candidate-041121-01.jpg/ALTERNATES/w640/pirojpur-up-candidate-041121-01.jpg)
পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, ভোট স্থগিত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি ইউনিয়নে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইন্দুরকানী সদর ইউনিয়নের নির্বাচন স্থগিতের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। তবে আগামী সদস্য পদে নির্বাচন নির্ধারিত তারিখ ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।