![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F04%2F066b1eb19696e6443a3a587879627b2f-61832b2603b0b.jpg%3Fjadewits_media_id%3D757428)
নামে সেইফ হাউজ, চলে নির্যাতন
পাচারকারীদের খপ্পরে পড়ে যেমন নির্যাতনের শিকার হচ্ছেন ভিকটিম নারী-পুরুষ, তেমনি সর্বস্বান্ত হচ্ছে তাদের পরিবারটিও। দেশের বিভিন্ন জায়গা থেকে পাচারের জন্য রাজধানীতে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের। বিদেশে পাঠানোর আগে তাদের নিয়ে যাওয়া হয় ‘সেইফ হাউজে’। সেখানেই চলে নির্যাতন। এমন কয়েকটি সেইফ হাউজের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নির্যাতনের শিকার
- সেইফ হাউজ