![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567604582.jpg&path=/uploads/news/2021/Nov/04/1635999541265.jpg&width=600&height=315&top=271)
হুমাকে আইনি নোটিস পাঠােনার হুমকি দিলেন সোনাক্ষি!
বলিউড অভিনেত্রী হুমা কুরেশির বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ আনলেন আরেক অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এমনকি হুমাকে আইনি নোটিস পাঠানোর হুমকিও দিলেন সোনাক্ষি!
সম্প্রতি ভক্তদের হ্যালোইনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে হুমা কুরেশি। ছবিতে মুখটা হলুদ মাস্ক দিয়ে ঢাকা। খোলা চুল কালো আউটফিটে দেখা গেছে! আর সেখানেই বিপত্তি। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী সোনাক্ষী সিনহা দাবি করেন, এটি তার ছবি। পোস্টের ক্যাপশনে শত্রুঘ্ন কন্যা লেখেন, “আমার (সোনাক্ষি সিনহা) ছবি নিজের বলে চালিয়ে পোস্ট করা বন্ধ করো, শুধুমাত্র প্রশংসা পাওয়ার আশায়। তোমাকে আইনি নোটিস পাঠাচ্ছি।”