পরিবেশ রক্ষা আলোচনা আর কাগুজে বিষয়
রাজধানীর হাজারীবাগে পরিবেশ দূষণ চলছেই। ২০১৬ সালে সেখান থেকে ট্যানারি সরিয়ে সাভার নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার বুঝি মুক্তি মিলছে। কিন্তু, বাস্তবতা—অনেকটা যা ছিল তাই!
সম্প্রতি তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা জুতা তৈরির পর বর্জ্য হিসেবে ফেলে দেওয়া চামড়া খোলা আকাশের নিচে পুড়িয়ে ফেলছেন। যেন পরিবেশ দূষণের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নির্বিকার। পরিবেশ রক্ষা যেন আলোচনা আর কাগুজে বিষয় হয়েই আছে।