![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F44fb8f9d-11af-46f8-8352-c02d182d8966%252FCoxs_Bazar_DH0497_20211103_Boat_3.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D50%26w%3D640)
সাগরে ইলিশের নাগাল পাওয়া যাচ্ছে না
বঙ্গোপসাগরের ৯০ থেকে ১০০ কিলোমিটার গভীরে জাল ফেলেও ইলিশের নাগাল পাওয়া যাচ্ছে না। সেন্ট মার্টিন, টেকনাফ, সোনাদিয়া উপকূলেও ইলিশ নেই। ভরা মৌসুমে এমন পরিস্থিতি গত ১০ বছরে দেখা দেয়নি।
গতকাল বুধবার দুপুরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাটে এসব কথা বলেন ‘এফবি সাগর’ ট্রলারের জেলে আবুল কাশেম। মহেশখালীর কালারমারছড়া এলাকার এই জেলে সাগরে ইলিশ ধরছেন ১৭ বছর ধরে। সাগরের পানি দেখলে তিনি বুঝতে পারেন, ইলিশ আছে কি নেই। গত আগস্ট মাসে সেন্ট মার্টিন উপকূল থেকে আবুল কাশেমের ট্রলার ইলিশ ধরেছে অন্তত ৭০ লাখ টাকার।