![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fahmed-sharif-1-20211103205037.jpg)
আল্লাহকে বলেছি সিনেমার রিজিক আমার দরকার নেই
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ২০:৫০
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ। ১৯৭২ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন।
পৌনে তিন বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী এই অভিনেতা। অভিনয় থেকে বিচ্ছিন্ন আরও আগে থেকেই। সম্প্রতি দেশে এসেছেন। বুধবার (৩ নভেম্বর) এসেছিলেন সচিবালয়ে। এখানেই বিভিন্ন বিষয় নিয়ে আহমেদ শরীফের সঙ্গে কথা হয় জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানার।
- ট্যাগ:
- বিনোদন
- খলনায়ক
- চলচ্চিত্র অভিনেতা
- আহমেদ শরীফ