![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567369252.jpg&path=/uploads/news/2021/Nov/03/1635939359459.jpg&width=600&height=315&top=271)
২৩ ই-কমার্স প্রতিষ্ঠান ও কর্মকর্তার ব্যাংক হিসাব তলব
বার্তা২৪
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ১৭:৩৬
গোয়েন্দা সংস্থার কালো তালিকায় দারাজসহ ২৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের নাম এসেছে। চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন দারাজসহ ২৩ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।