![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftangail-bridge-toll-pic-1-20211103150859.jpg)
ফের বাড়লো বঙ্গবন্ধু সেতুর যানবাহন টোল
বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় দফায় বেড়েছে যানবাহনের টোল আদায়। ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর ২০১১ সালে একবার টোল আদায় বৃদ্ধি করা হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।