![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/bhola-2111030909.jpg)
প্রেমিকার হাতে বিষের বোতল দেখেই দৌড়ে পালাল প্রেমিক
ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। এ ঘটনায় বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক।
মঙ্গলবার ওই উপজেলার ইউনিয়নের এওয়াজপুর ৬ নম্বর ওয়ার্ডের এওয়াজপুর গ্রামের এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিক খজবুল্লাহ ওরফে আদলু ঐ গ্রামের জুলফিকার আলী ভুট্টোর ছেলে।