![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fc3e2be61-221e-44fa-95ef-e616cf242f04%252Fcox_s_bazar.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
দ্বন্দ্বের মূলে ২৫ কোটি টাকার জমির দখল
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদারকে গুলির ঘটনার মূলে রয়েছে সৈকত এলাকায় গড়ে ওঠা শুঁটকি মার্কেটের প্রায় ২৫ কোটি টাকার জমির দখল নিয়ে বিরোধ। স্থানীয় সূত্রগুলো এ কথা জানিয়েছে। কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এই জায়গা দখলের চেষ্টা করেন বলে মোনাফের স্বজনদের অভিযোগ। তাঁদের দাবি, দখলে ব্যর্থ হয়ে মেয়রের নির্দেশে মোনাফকে গুলি করা হয়। এই ঘটনায় মেয়রকে নির্দেশদাতা উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
- ট্যাগ:
- রাজনীতি
- আধিপত্য
- জমি দখল
- জমি দখলের চেষ্টা