আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ করল তালেবান
আফগানিস্তানে বিদেশি কোনো মুদ্রার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক অনলাইন পোস্টে এমন ঘোষণা দেন। আফগান সরকারের নতুন এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির নড়বড়ে অর্থনীতি আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়, গতকাল রাজধানী কাবুলে এক বন্দুক ও বোমা হামলার পরপরই তালেবানের পক্ষ থেকে বিদেশি মুদ্রার বিষয়ে ঘোষণাটি আসে।