![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F711f0e70-4471-4a29-8236-25aa911afc7c%252F094331SATKHIRA_DH0550_20211101_PRIPARY_TALA_1__2_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিদ্যালয়ের ভবনে পানি, খুপরি ঘরে পাঠদান
সাতক্ষীরার তালা উপজেলায় খরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। এর ফলে বিদ্যালয়ের ভবনে পাঠদান করা যাচ্ছে না। রাস্তার পাশে অস্থায়ী খুপরি ঘর বানিয়ে পাঠদান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামকাটি ইউনিয়নে অপরিকল্পিত ঘের নির্মাণ করে মাছ চাষের কারণে পানি নিষ্কাশন হয় না। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, খরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন, শৌচাগার ও নলকূপ পানিতে নিমজ্জিত। রাস্তার পাশে একটি ছোট জায়গা বাঁশের চটা দিয়ে ঘিরে ও গোলপাতার ছাউনির নিচে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। চতুর্থ শ্রেণির নয়জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। একই ঘরের মধ্যে প্রধান শিক্ষকসহ অপর চারজন শিক্ষক অবস্থান করছেন।