কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হৃদয় ভেঙে চুরমার

সমকাল সুধীর সাহা প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ০৮:৫০

দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গের একটি মণ্ডপের প্রচার করা হয় বেশি বেশি করে। সেখানকার মিডিয়া বারবার ছুটে যায় সেই মণ্ডপে খবর সংগ্রহের আশায়। কলকাতার খিদিরপুর বড়ামহল্লার দুর্গাপূজা। উদ্যোক্তা ফাইভ স্টার ক্লাব। এ পূজার পুরোহিত হচ্ছেন শাহিদ আলী। নিখুঁতভাবে আচার-আচরণ মেনে পৌরোহিত্য করেন তিনি। শুধু তিনিই নন; ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরো বড়ামহল্লাই মেনে চলে সব আচার-আচরণ।


ষষ্ঠীতে সন্তানের কল্যাণে ব্রত পালন, অষ্টমীতে পুষ্পাঞ্জলি, ভোগ খাওয়াসহ পূজার সব আচার-আয়োজন এবং আনন্দের উপকরণ সবই বিন্যস্ত থাকে ঘরে ঘরে। যে অসাম্প্রদায়িক ধর্মীয় উদযাপন শাহিদ আলীর পৌরোহিত্যে, তা তার উত্তরাধিকার থেকে পাওয়া। শাহিদ আলীর বাবা একই পূজার পুরোহিতের সহকারী ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও