Arvind Kejriwal: রামমন্দির দেখাব: কেজরীবাল
কথা ছিল, দিল্লির বাইরে অন্য রাজ্যে ভোটে লড়তে গেলে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি রাজধানীতে ‘সুশাসনের মডেল’-কেই পুঁজি করবে। কিন্তু উত্তরপ্রদেশ, গোয়ায় ভোটে লড়তে গিয়ে কেজরীবাল অযোধ্যায় নিখরচায় রাম মন্দির দেখাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।উত্তরপ্রদেশের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অরবিন্দ কেজরীবাল অযোধ্যায় রামমন্দিরে পুজো দিয়েই ভোটের প্রচার শুরু করেছিলেন। এ বার গোয়ায় গিয়েও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে তাঁর সরকার পুণ্যার্থীদের নিখরচায় অযোধ্যায় তীর্থ করতে নিয়ে যাবে। নিজেদের ধর্মনিরপেক্ষ দলের তকমা অক্ষুণ্ণ রাখতে অবশ্য কেজরীবালের প্রতিশ্রুতি, খ্রিস্টানদের তামিলনাড়ুর ভেলানকান্নির ব্যাসিলিকা, মুসলিমদের অজমেঢ় শরিফেও নিয়ে যাবে সরকার। দিল্লিতে মুখ্যমন্ত্রী তীর্থ যাত্রা যোজনায় আগেই কেজরীবাল বয়স্কদের তীর্থে নিয়ে যাওয়ার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্পে তালিকায় অযোধ্যায় রাম মন্দিরও যোগ হচ্ছে।