প্রেম করছেন ক্রিস-সেলেনা
বার্তা২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ২০:৪৪
প্রেমের সাম্পানে ভাসছেন ক্রিস ইভানস ও সেলেনা গোমেজ। গত কয়েকদিন ধরে এমনটাই খবর প্রকাশ করছে পশ্চিমা গণমাধ্যমগুলো। তার মাঝেই একটি স্টুডিওতে একসঙ্গে দেখা গিয়েছিলেন ক্রিস-সেলেনাকে। এরপরই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।
তবে শুধু ওই স্টুডিওতেই নয়, এছাড়া বহু জায়গায় একসঙ্গে দেখা গেছে এই তারকা জুটিকে। এমনকি একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করতেও শুরু করেছেন তারা।