বিপদে পড়লে কী করবেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১৫:২১

যখন কেউ বিপদে পড়ে, তখন যদি ওই ব্যক্তি মানুষের (উপকারের) হক আদায়ের অসিলা দিয়ে আল্লাহর কাছে (দোয়া) সাহায্য প্রার্থনা করে; তবে মহান আল্লাহ ওই বান্দার বিপদ দূর করে দেন। বিপদ কঠিন হলেও আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেবেন। যেমন-


১. কেউ কঠিন বিপদে পড়েছিল আর সে সময় তোমার ইচ্ছায় আমার মধ্যস্থতায় সে ব্যক্তি কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিল। হে আল্লাহ! আমি সেসময় ওই ব্যক্তিকে সাহায্য করেছিলাম। আল্লাহ আপনার ইচ্ছায় আমার সহযোগিতা পেয়ে সে উপকৃত হয়ছিল। হয়তো বা সে সময় আমার সহযোগিতা না হলে তার আরও বিপদ হতো। সুতরাং সে উপকারের অসিলায় আপনি আমার বিপদ দূর করে দেন। আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। তবে আল্লাহ বান্দার এ আবেদনে সাড়া দিয়ে তার বিপদ দূর করে দেবেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে