![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F02%2F797f864c315ac2b2dd23b71f3d8ab0b5-6180fdcc81957.jpg%3Fjadewits_media_id%3D757119)
স্বামীসহ ওমরাহ পালনে যাচ্ছেন মাহি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১৫:০৯
গত সেপ্টেম্বরের ১৩ তারিখে বিয়ে করেছেন ঢাকাই ছবির শীর্ষ তারকাদের একজন মাহিয়া মাহি। বিয়ের দুই মাস ঘুরতে না ঘুরতেই ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।
আর সাথে যাচ্ছেন তার স্বামী গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। এর আগে বিভিন্ন সময়ে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছের কথা জানিয়েছিলেন মাহি। অবশেষে চলতি মাসেই সেটি হচ্ছে বলে জানান তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেত্রী
- ওমরাহ হজ
- মাহিয়া মাহি