![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F02%2F4d7c7ecdb882d2893b8889f5d56df633-6180d9abbdd2d.jpg%3Fjadewits_media_id%3D757066)
ভালো দাম না পেয়ে হতাশ কুষ্টিয়ার পান চাষিরা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১২:৪২
পান চাষের জন্য প্রসিদ্ধ কুষ্টিয়া জেলা। এ জেলার পানের চাহিদা রয়েছে দেশজুড়ে। এমনকি কুষ্টিয়ার পান দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হয়ে থাকে। পান চাষে সফলতা পেয়ে এখানকার চাষিরা স্বাবলম্বী হয়েছেন। তবে এবার ভরা মৌসুমে বাজারে পানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় এবার দুই হাজার ১৪০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬২০ হেক্টর, ভেড়ামারা উপজেলায় ৭২০ হেক্টর, দৌলতপুর উপজেলায় ৫৩৬ হেক্টর, মিরপুর উপজেলায় ১৬০ হেক্টর, খোকসা উপজেলায় ৮২ হেক্টর ও কুমারখালী উপজেলায় ২২ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।