You have reached your daily news limit

Please log in to continue


মামলায় অচল কক্সবাজার

একটি হত্যাচেষ্টা মামলার জের ধরে গত রোববার ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পর্যটন শহর কক্সবাজারে যে নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি করেছেন, তা অত্যন্ত ন্যক্কারজনক। এর মাধ্যমে তাঁরা কেবল চার ঘণ্টা কক্সবাজার শহরটিই অচল করে রাখেননি, হাজার হাজার পর্যটককে মহাভোগান্তিতে ঠেলে দিয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি করার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় মেয়রের কয়েক হাজার অনুসারী, দলীয় নেতা-কর্মী ও সমর্থক রাস্তায় নেমে আসেন। তাঁরা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কের দুই পাশের কয়েক হাজার দোকান বন্ধ হয়ে যায়। অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল। যদিও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকের পর রাত সাড়ে নয়টায় অবরোধ প্রত্যাহার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন