![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2021/11/02/image-236648.jpg)
গুহায় ২ হাজার বছরের পুরনো সমাধিক্ষেত্রের সন্ধান মিললো
প্রায় দুই হাজার বছরের পুরনো কবরস্থানের সন্ধান মিললো। এটি তুরস্কে পাওয়া গেছে। তুরস্কের পুরাতত্ত্ববিদেরা এই অমূল্য প্রত্নসম্পদের খোঁজ পেয়েছেন। এই সমাধি আলেকজান্ডারের সময়কালের।
ঐতিহাসিকরা এখানে পাথর কেটে তৈরি এমন ৪০০ সমাধির খোঁজ পেয়েছেন। এই কবরস্থান প্রায় ১৮০০ বছরের পুরনো। কবরস্থানের দেওয়ালে ওয়াল পেন্টিংও দেখা গেছে। পাওয়া গিয়েছে বহুমূল্য সব জিনিসপত্র।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রত্নতত্ত্ব
- সমাধি
- সমাধিক্ষেত্র