সোহাগীর চাটাই যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আমার আছে জল চলচ্চিত্রের প্রথম দৃশ্যেই দেখা মেলে সোহাগী রেলস্টেশনের। হুমায়ূন আহমেদের আরও বেশ কিছু নাটকের কারণে ‘সোহাগী’ নামটি অনেকের কাছেই চেনা। মূলত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম সোহাগী। এই ইউনিয়নের নামেই সোহাগী রেলস্টেশন।
তবে সোহাগীর খ্যাতি শুধু নাটক কিংবা সিনেমার জন্য নয়, এই এলাকার তৈরি বাঁশের চাটাইয়ের সুনাম দেশব্যাপী। ইউনিয়নের প্রায় সব গ্রামেই বাঁশ দিয়ে চাটাই তৈরি হয়। উৎপাদিত হাজার হাজার চাটাই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।