![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcombol0-20211102095029.jpg)
আসছে শীত, বাড়ছে লেপের কদর
এসেছে শীতের আগমনীবার্তা। দেশের মধ্যাঞ্চল ফরিদপুরে লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততাও বেড়েছে। পাশাপাশি ব্যাবসায়ীরাও দোকান সাজিয়ে বিক্রি শুরু করেছেন শীতের গরম কাপড়।
গত সপ্তাহ থেকেই এ জেলায় শীত অনুভূত হচ্ছে। ভোরবেলায় কুয়াশায় ঢেকে যায় সবুজ মাঠ ও গাছপালা। পৌষ ও মাঘ মাস পুরো শীতকাল। শীত মোকাবিলায় পদ্মা ও মধুমতির চরাঞ্চল এবং পল্লী গ্রামের মানুষ আগেভাগেই লেপ-তোষক জোগাড় শুরু করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শীতের আমেজ
- শীতকাল
- লেপ-তোষক তৈরি