You have reached your daily news limit

Please log in to continue


হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন সহকারী অধ্যাপক মো. আব্দুল হাই

চট্রগ্রাম প্রোকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল হাই গত ১৪ অক্টোবর ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

ডক্টর হাই-এর গবেষণার বিষয় ছিল সোলার এনার্জির গ্রহনযোগ্যতা । তাঁর এই গবেষণার অংশ হিসেবে তিনি ভ্রমন করেছেন বাংলাদেশ, মালয়েশিয়া, মরক্কো এবং ইতালি ।

সহকারী অধ্যাপক ডক্টর মো. আব্দুল হাই তাঁর ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষ্যে ফিনল্যান্ডের প্রচলিত প্রথানুযায়ী আয়োজন করেছিলেন কারংকা পার্টি ।

এই পার্টি শুধুমাত্র তাদের জন্য করা হয়ে থাকে, যারা ডক্টরাল গবেষনার কাজকে সুসম্পন্ন করার জন্য ফরম্যাল বা ইনফরম্যাল ভাবে শারীরিক, মানষিক, আর্থিক ও বুদ্ধি প্রদানে সহযোগিতা করে থাকেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে প্রবাসী বাংলাদেশি মালিকাধীন সম্রাট রেস্টুরেন্টে-এ আয়োজিত ডক্টরেট ডিগ্রি অর্জন পরবর্তী কারংকা পার্টিতে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড প্রবাসী।

ডক্টর হাই-এর একাডেমিক জীবনের সংক্ষিপ্ততা উপস্থাপনের সময় তাঁর বাবার শেখানো একটি ছড়া (খাদক বুড়ি খাদক বুড়ি, যাচ্ছ কোয়ায় তুমি...) পাঠ উপস্থিত সবাই উপভাগ করেছিল হাস্যজ্জল-আনন্দ চিত্তে ।

কারংকা পার্টিতে আসা ছোট শিশুরা ব্যক্ত করেছিল তাদের অনুভূতি ও ভবিষ্যত পরিকল্পনা- বড় হয়ে কে কি হতে চায় । সর্বোপরি, ছোট-বড় সকলের স্বতুস্ফুর্ত অংশগ্রহণ এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবার গ্রহণের মাধ্যমে কারংকা পার্টিতে আসা সকলেই উপভোগ করেছিল এক অনিন্দ্য সুন্দর সময়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ড. জহিরুল ইসলাম, ড. মনজুর আলম, খতীব আব্দুল কুদ্দুস খান, ড. করিম উল্লাহ, ড. গোলাম মোঃ সারোয়ার, ব্যবসায়ীক শহীদ রিয়াজ, ড. মজিবুর রহমান, ড. এস এম হারুন-অর-রশিদ, ড. রফিকুল হায়দার, ড. মো. মঞ্জুরে মওলা (মঞ্জুর), ইঞ্জিনিয়ার আবির, ডক্টরাল গবেষক মোকাম্মেল রানা এবং গালীব হাসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন