অচেনা প্রাণীর আক্রমণ থামছে না, নতুন আক্রান্ত ২

প্রথম আলো গাইবান্ধা সদর প্রকাশিত: ০১ নভেম্বর ২০২১, ২১:১৩

গাইবান্ধায় অচেনা সেই প্রাণীর আক্রমণ থামছে না। গত দুই দিনে এই প্রাণীর আক্রমণে আরও দুজন নারী আহত হয়েছেন। এ নিয়ে আহত মানুষের সংখ্যা দাঁড়াল ১৩। প্রাণীটি নিয়ে মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানান, গতকাল রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে দুজন নারী ওই প্রাণীর আক্রমণের শিকার হয়েছেন। এঁদের মধ্যে সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী হাসনা বেগম (৩০) এবং রোববার সকালে পাশের গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামের মৃত সাত্তার মিয়ার স্ত্রী মোফেলা বেগম (৫৫) প্রাণীটির আক্রমণের শিকার হন। হাসনা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও