মানিকগঞ্জে ১০৭৪ শিক্ষার্থী পেল করোনার টিকা
মানিকগঞ্জ সরকারি এসকে বালিকা বিদ্যালয়ের ১ হাজার ৭৪ শিশু শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় টিকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ উপস্থিত থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
সোমবার (১ নভেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ টিকাদান কর্মসূচি। এ সময় মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান ও জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান উপস্থিত ছিলেন।