প্রতিটি থানা-উপজেলায় হবে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২১, ১৮:৩৪
করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গেল মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হয়েছে। শ্রেণি পাঠদান শুরুর পর এবার উপজেলা ও থানা শিক্ষা অফিসে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে শিক্ষা অফিসের অবকাঠামোগত তথ্য চাওয়া হয়েছে।
সোমবার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অধিদফতরে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।