আজ থেকে বন্ধ চাল আমদানি, ওপারে আটকা ট্রাক
দেশে চালের বাজার দরের ঊর্ধ্বগতি রোধ ও আমদানি নিয়ন্ত্রণ করতে সরকার চলতি বছরে বেশ কিছু পদক্ষেপ নেয়। এতে গত ২৫ আগস্ট ৪০০ জন আমদানি কারককে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। এর মধ্যে ১৪ লাখ ৫৩ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ ৯৭ হাজার মেট্রিক টন আতব চাল। মোটা চাল প্রতি মেট্রিক টন ৩৭০ থেকে ৩৮০ ডলার এবং চিকন চাল প্রতি মেট্রিক টন ৪২৫ থেকে ৪৭০ ডলার মূল্যে আমদানি হচ্ছে।
তবে শর্ত ছিল ৩০ অক্টোবরের মধ্যে এসব চাল ভারত থেকে আমদানি শেষ করতে হবে। চুক্তি অনুযায়ী শনিবার ছিল শেষ দিন। ৩১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসায়ীরা চাল আমদানি করতে পারবেন না।