টিকা নয়, টাকা দিলেও পাওয়া যাচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ১৮:২৯
প্রবাসী পরিচয় দিয়ে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে ফেসবুকের একটি গ্রুপে এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ হয় আলমগীর হোসেন নামের একজনের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে জানান, ১১ হাজার টাকা দিলে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যাবে। এর জন্য টিকা দেওয়া তো দূরে থাক, দুদিনও অপেক্ষা করতে হবে না। রাজি থাকলে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি দিতে বলেন আলমগীর হোসেন।
আলমগীরের প্রস্তাবে ‘রাজি’ হয়ে শনিবার সকালে আবারও যোগাযোগ করা হয়। একটি নম্বর দিয়ে (০১৬৪৫-৪৪৪***) সেখানে হোয়াটসঅ্যাপে জাতীয় পরিচয়পত্রের কপি পাঠাতে বলেন আলমগীর হোসেন। অ্যাডভান্স হিসেবে কিছু টাকা পাঠাতে একটি মোবাইল ফাইন্যান্সিং নম্বরও (০১৬৪৫-৪৪৪***) দেন। তার কথামতো প্রতিবেদকের জাতীয় পরিচয়পত্রের কপি দেওয়া হয়। পরে অগ্রিম বাবদ এক হাজার টাকা পাঠানো হয় আলমগীরের দেওয়া একটি এজেন্ট নম্বরে (০১৭২৩-২০০***)।