![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcampus%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcu-20211031182614.jpg)
চবিতে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে যুবক আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন মাসুদ সরকার (২৫) নামের এক যুবক। তিনি জুলকারনাইন শাহী নামের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে বসেছিলেন।
রোববার (৩১ অক্টোবর) চবির ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে লাইব্রেরি ভবনের নিচ তলার কলা ও মানববিদ্যা অনুষদের পাঠকক্ষ থেকে তাকে আটক করা হয়।