কাশ্মীরে গৃহত্যাগের নব অধ্যায়, ভবিষ্যৎ অজানা
দেশজোড়া উৎসবের আবহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হুংকার, ‘সীমান্ত সন্ত্রাস না কমলে ভারত প্রয়োজনে আরও সার্জিক্যাল স্ট্রাইক হানবে।’ কাশ্মীর উপত্যকায় সাম্প্রতিক জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে (যার বলি একাধিক ভারতীয় সেনা ও হিন্দু-শিখ নাগরিক) এই হুংকার রাজনৈতিক ও সামাজিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।
কিন্তু তাতে উপত্যকার পরিস্থিতি আদৌ বদলাবে কি না, সে প্রশ্ন আরও একবার নতুনভাবে উঠে আসছে। তিন দশক আগে অশান্তির যে বীজ বপন করা হয়েছিল, কালের নিয়মে যা মহিরুহ, আজও তা বিষফল উৎপাদন করে চলেছে। কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রচেষ্টা অবজ্ঞা করে বিচ্ছিন্নতাবাদী শক্তি নতুন চ্যালেঞ্জ জানাচ্ছে ভারতের পরাক্রমকে!