![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F554a640d-758f-4317-915c-d076cd61bee9%252FChuadanga_DH0570_20211031_chuadanga_assignment_pic_31_10_2021__2_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভরসার জায়গা খুঁজতে গিয়ে পাচারকারীর ফাঁদে পড়ছেন নারীরা
নারী পাচারের বিষয়ে বলতে গেলে অনেক প্রসঙ্গই চলে আসে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীর সামাজিক নিরাপত্তাহীনতা অন্যতম প্রধান কারণ। এ ছাড়া বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ, যৌতুক ও শারীরিক নির্যাতনের শিকার নারী ভরসার জায়গা খুঁজতে গিয়ে পাচারকারী চক্রের ফাঁদে পড়ছেন। বর্তমানে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান।
স্বাবলম্বী হতে গিয়ে কখনো কখনো প্রতিবেশী বা পরিচিত শিক্ষিত দম্পতিদের সঙ্গে অসম প্রতিযোগিতায় নামেন তাঁরা। এ সুযোগ কাজে লাগিয়ে নারী পাচারকারী চক্রের সদস্যরা তাঁদের ভালো থাকা, খাওয়া ও পরার সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে দিচ্ছে।