![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/10/30/glasgow-science-centre-301221-02.jpg/ALTERNATES/w640/glasgow-science-centre-301221-02.jpg)
কপ ২৬: জলবায়ু সম্মেলনে একত্রিত হচ্ছে বিশ্ব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ১৩:৫২
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বনেতাদের বলিষ্ঠ সিদ্ধান্তের প্রত্যাশায় স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কপ ২৬। রোববার থেকে শুরু হতে যাওয়া এ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে তারা কীভাবে কার্বন নিঃসরণ কমাবেন এবং পৃথিবী নামক গ্রহকে সাহায্য করবেন, তার ঘোষণা দেবেন।