You have reached your daily news limit

Please log in to continue


আমাদের সতর্ক থাকতে হবে

২৮ অক্টোবর (২০২১) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ‘সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং কোনো মন্দিরে অগ্নিসংযোগ হয়নি বা কোনো মন্দির ধ্বংস করা হয়নি। কিছু উৎসাহী গণমাধ্যম ও ব্যক্তি ধর্মীয় সম্প্রীতির প্রতি অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনার সরকারকে বিব্রত করার জন্য ধর্মীয় সংখ্যালঘুর মৃত্যু ও ধর্ষণের সাজানো গল্প ছড়াচ্ছে।’ লেখাবাহুল্য, সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে তথা হিন্দু-মুসলিম সহাবস্থানের বিরুদ্ধে মুখ্য ভূমিকা পালন করছে বলে আমরা মনে করি। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও এ ধরনের অপপ্রচার দেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরিতে সহায়ক হয়ে উঠেছে। ফলে দেশপ্রেমিক জনতাকে সতর্ক হতে হবে এক্ষুণি।

২৫ অক্টোবর(২০২১) শহীদ মিনারে ‘সম্প্রীতি সমাবেশ’-এ ৭১ সংগঠনের ৭ দফা দাবিতে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ৭ দফা দাবিতে রয়েছে-সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে অতীতের ঘটনারও দ্রুত বিচার শেষ করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা বন্ধে প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে, সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর এবং উপাসনালয় সংস্কারের ব্যবস্থা করতে হবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাঙালি জাতীয়তাবাদসহ শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধ ও সহনশীলতার বিষয় অন্তর্ভুক্তিরও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলার সংস্কৃতি চর্চায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। সবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।শেষোক্ত দাবিটি এসময়ে সকলের চিন্তার বিষয়ে পরিণত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন