বিশ্বকাপের মাঝপথেই অবসরে আসগর আফগান
নাম ছিল আসগর স্ট্যানিকজাই। পরে দেশের নামের সঙ্গে মিল রেখে নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন আসগর আফগান। আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আসগরের নাম। তাই তো অধিনায়কত্ব না থাকার পরও দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদের কাছে এখনও আসগর আফগানই অধিনায়ক।