 
                    
                    দেদীপ্যমান বহুমাত্রিক প্রতিভা
ওবায়েদ উল হক; পরিচয় তার বহুমাত্রিক। তিনি একাধারে লেখক, কবি, ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, গীতিকার। বলা যায়, ইত্যাদি ছাপিয়েও তিনি একজন সব্যসাচী সাংবাদিক। তিনি সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৬৫ সালে, আর সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদক অর্জন করেন ১৯৮১ সালে। এ ছাড়া তার অর্জনের ঝুলিতে রয়েছে আরও সম্মাননা ও পুরস্কার। ১৯১১ সালের ৩১ অক্টোবর তিনি ফেনীর এক সল্ফ্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ১৩ অক্টোবর তার প্রয়াণ ঘটে। ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েই থেমে থাকেননি। ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সমাপ্ত করেন আইন কোর্স। ১৯৩৮ সালে সরকারি চাকরিজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও সেখানে থিতু হননি। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ তার চিন্তার জগতে নাড়া দেয় প্রচণ্ডভাবে। এ থেকেই হাত দেন চলচ্চিত্র নির্মাণে এবং ১৯৪৬ সালে তার 'দুঃখে যাদের জীবন গড়া' ছবিটি মুক্তি পায়। তখনকার সময় একটি সিনে ম্যাগাজিন জরিপে ১০টি সেরা ছবির মধ্যে স্থান করে নেয় তার নির্মিত এ ছবিটি।
- ট্যাগ:
- মতামত
- সাংবাদিক
- লেখক
- শ্রদ্ধাঞ্জলী
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)