ইরানের ড্রোন কর্মসূচিতে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে জড়িত দুই ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার দেশটির অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।
ভিয়েনায় পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর আগে চাপ প্রয়োগ করতে এই যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে ধারণা করা হচ্ছে।মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র ড্রোন আন্তর্জাতিক জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলায় ব্যবহার করা হচ্ছে।