রিকশাচালক থেকে ‘ড্যান্সার’, আড়ালে ‘নারী পাচার’
কুমিল্লার তরুণ কামরুল ইসলাম ২০০১ সালে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেছিলেন। কদিনের মধ্যে ধরেন পণ্যবাহী ভ্যান। চিত্রজগতের মালামাল পরিবহনের সুবাদে দেড় দশকে বনে ‘ড্যান্সার’।
পরে হাতিরঝিল এলাকায় ‘নাচের স্কুল’ খুলে তার আড়ালে সহযোগীদের নিয়ে এই কামরুল ভারতে নারী পাচার করে থাকেন বলে র্যাবের ভাষ্য।
এই অভিযোগে তাকেসহ ১১ জনকে গ্রেপ্তারের পর শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন ও র্যাব- ৪ এর পরিচালক মোজাম্মেল হক এসব তথ্য জানান।